সতর্ক করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৫

সবাইকে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বলেছেন, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি না করে একতাবদ্ধ থাকতে। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে না পারলে, কাদা ছোড়াছুড়ি করলে, মারামারি-কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষেপিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন সতর্ক করিনি। আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।

তিনি আরও বলেন, আমি আজ বলে দিলাম, না হলে বলবেন আমি সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। দেশ আমাদের সবার, সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। আমাদের মধ্যে মতের, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিনশেষে দেশ জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলেই দেশ উন্নত হবে, দেশটা সঠিক পথে পরিচালিত হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর