মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে ধরে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নতুনপাড়া গ্রামের বাসিন্দা মেহেদী ও মজিবর রহমান, রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বজলুর রহমান ও রনি এবং নতুনপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক।
স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই মজিবর রহমান ও রফিজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছে। এলাকাবাসী মারপিট থামিয়ে দেয়, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা তারাই করেন।
এমকে