ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে, ডিসেম্বরে নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, জনগণ ভোট দিতে আগ্রহী বলেই প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে বা বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে এক বছর সময় দরকার। সে ক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। কিন্তু ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, সেটিরও কাজ চলছে। মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত সভাপতিত্ব করেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে