বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ হিসেবে দেখতে চাই না। দেখতে চাই না তন্ত্রের বাংলাদেশ, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর রাতে যারা জীবন দিয়েছেন। বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি দাবি জানাবো জাতিসংঘে ৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এরকম বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। আপনাদেরকে কথা দিচ্ছি এ দেশের ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আপনাদের দাবী হবে আমার দাবী।
আমীর বলেন, আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহিত। সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু, আমরা নাগরিকদেরকে কোন ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের বিভক্তি করার পক্ষে নয়। অতীতের ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার তারাই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল। একটাই জাতি আমরা, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দিনাজপুর রংপুর অঞ্চলের টিম সদস্য ও রংপুর মহানগর শাখার সাবেক আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান,
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দীন,কেন্দ্রীয় শুরা সদস্য দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম,পঞ্চগড় জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন প্রমূখ।
বিডি২৪অনলাইন/ সম্রাট হোসাইন/সি/এমকে