আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৫

আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কথা বলেন। তিনি পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন। যেন ধরনের ঘটনা আর না ঘটে। কিছুদিনের মধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর