মন্তব্য
আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। তিনি পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। কিছুদিনের মধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এন/এমকে