রমজানে সারাদেশে ভেজালবিরোধী অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারী ২০২৫

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মান যাচাইয়ে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) মাঠে নামছে। ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান প্রথম রোজা থেকেই শুরু হবে। এ অভিযানে ইফতারি পণ্যের পাশাপাশি শিশু খাদ্য, ফলমূল এবং প্রসাধনী পণ্যের মান পরীক্ষা করে দেখবে বিএসটিআই।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  এক সংবাদ সম্মেলন  বিষয়টি জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা বলেন,  রমজান উপলক্ষে এক মাস আগে থেকেই বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করা হয়েছে। এর আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন পরিমাপে কারচুপি ঠেকাতে চলমান মোবাইল কোর্ট সার্ভিল্যান্স কার্যক্রমে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপদেষ্টা জানান, রমজানে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বন্ধের দিনসহ প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা যথা র‌্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

ঢাকার বাইরে সারা দেশে জেলা উপজেলা প্রশাসনের সহযযাগিতায় বিএসটিআইয়ের সব বিভাগীয়, জেলা আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। মোবাইল কোর্টের পাশাপাশি সারা দেশেই বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের অভিযান বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

রমজান মাসে আকস্মিকভাবে অভিযানগুলোতে ড্রিংকস, মুড়ি খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বেনেটেড বেভারেজ, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাইয়ের মতো পণ্যের বিশেষ নজরদারি করা হবে। বিএসটিআইয়ের পাশাপাশি  এসব অভিযানে অংশ নেবে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর