নির্বাচন কমিশনের (ইসি) নিরাপত্তা বাড়াতে ৮টি নির্দেশনা দিয়েছে সংস্থাটি। নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণে অপ্রয়োজনীয় যাতায়াত, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করতে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশপথ বহিঃবেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণে এসব নির্দেশনা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়। ৮ নির্দেশনার মধ্যে রয়েছে— নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন অফিসিয়াল পাশ/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং সেটা ঝুলিয়ে রাখা থাকবে। কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন। ভবনে প্রবেশ ও প্রস্থানকালে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন।
দর্শনার্থী/সেবা প্রত্যাশীরা নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে রাখতে হবে। সেই সঙ্গে নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করবেন। ভবনের যে তলায় প্রবেশাধিকার পাবেন, শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ভিজিটর কার্ড ফেরত দেবেন।
কোন কর্মকর্তা/কর্মচারী অফিস চলাকালীন বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে নির্বাচন ভবনের বাইরে যাবেন না। অফিস ত্যাগের পূর্বে সবাই আবশ্যিকভাবে স্ব-স্ব অনুবিভাগ/অধিশাখা/শাখার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটার সামগ্রী, এসি, বৈদ্যুতিক ফ্যান, মাল্টিপ্লাগ, লাইট, দরজা-জানালা ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন।
এছাড়া দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোনো কর্মকর্তা/কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।
বিডি২৪অনলাইন/এন/এমকে