বৃষ্টি হতে পারে, কমবে তাপপ্রবাহ

৩০ মার্চ ২০২১

ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি, কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি নামলে কমবে তাপমাত্রা, কমবে তাপপ্রবাহও।পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা। গেল সপ্তাহের শুরু থেকেই সারা দেশে তাপপ্রবাহ বেশি।   
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, মময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে, অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 
এমকে


মন্তব্য
জেলার খবর