রাশিয়ায় আরও অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৫


রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় আরও অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া। এ সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মখসারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে। গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে  পাঠানো এ সৈন্যের সংখ্যা  অন্তত হাজার। খবর নিউইয়র্ক টাইমস, রয়টার্স

খবরে প্রকাশ, অতিরিক্ত সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলের লড়াই ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে রাশিয়ার সৈন্যরা। এর আগে, ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় ১১ হাজারের বেশি সৈন্য পাঠায় উত্তর কোরিয়া।

ইউক্রেন পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার অস্ত্রও ব্যবহার করেছে রাশিয়ার সৈন্যরা। যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সৈন্য সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি উত্তর কোরিয়া।

ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলেছেন, ব্যাপক সৈন্য হতাহতের পর গত জানুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। ওই সৈন্যদের পূর্ব ইউরোপের উন্মুক্ত এবং সমতল যুদ্ধক্ষেত্রের বিষয়ে তাদের তেমন প্রস্তুতি নেই। যে কারণে ড্রোন হামলায় সৈন্যদের ব্যাপক হতাহত ঘটেছে।

বিডি২৪অনলাইন/আইএন/এমকে



মন্তব্য
জেলার খবর