মন্তব্য
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। নতুন দরে সবচেয়ে ভালো মান- ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার সোনার নতুন দর নির্ধারণের কথা জানিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় সোনার নুতন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সোনার বাকি ক্যারেটগুলোর মধ্যে প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে