স্বামীকে পিটিয়ে হত্যা, গলায় ওড়না পেঁচানো স্ত্রীর লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৫

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গার ওয়ারিয়া গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।  স্বামীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। আর গলায় ওড়না পেঁচানো স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ওই দম্পতি হলেন, কলারোয়া উপজেলার কাশিয়াডাঙা গ্রামের আব্দুল মাজেদ মোল্যার ছেলে আবুল কালাম আজাদ (৪৫)    তার স্ত্রী নাজমিন নাহার(৩৫)

 আবুল কালাম আজাদের খালাতো বোন পাতা সুলতানা জানান, তার ভাই আবুল কালাম আজাদের ঝাউডাঙ্গা বাজারে জোবায়ের গার্মেস্ন নামে একটি কাপড়ের দোকান আছে। বছর খানেক আগে যশোর জেলার অভয়নগর থানার মনোহরপুর গ্রামের ফরুক হোসেনের মেয়ে নাজমিনকে গোপনে ২য়  বিয়ে করেন। এরপর বিষয়টি জানাজানি হলে তারা ওয়ারিয়া গ্রামের  মোহন পালের বাড়িতে ভাড়া থাকতেন।  সকালে জানতে পারিম, ভাইকে মারার পর আত্মহত্যা করেছে ভাবি।

আবুল কালাম আজাদের মা রোকেয়া বেগম জানান, তার ছেলের গ্রামের বাড়িতে একটা বউ আছে। সেখানে জুবায়ের হোসেন (১২) হুজাইয়াফা () নামে দুটো ছেলে আছে। কয়েক মাস আগে জানতে পারি, ওই মেয়েকে গোপনে বিয়ে করেছে তার ছেলে। এরপর থেকে ভাড়া বাড়িতে তাকে নিয়ে থাকত ছেলে। তাদের মধ্যে প্রায় অশান্তি হত। আজ সকালে এসে দেখি আমার ছেলের নিথর দেহ পড়ে আছে।

বাড়ির মালিক মোহন পাল, দুই মাস ধরে তারা আমাদের বাড়ির দোতালায়  বসবাস করতেন। মাঝে মধ্যে প্রায় তাদের মধ্যে অশান্তি হত। সকাল দশটা  দিকে তার দোকানের কর্মচারী এসে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে আমাকে জানায়। পরে  গিয়ে দেখি দুজন মরে পড়ে আছে। এরপর ঘটনাটি পুলিশকে জানাই।

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে



মন্তব্য
জেলার খবর