ধামইরহাটে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান চালু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর ধামইরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। এ দোকান থেকে  আটা, চিনি, ছোলাবুট, ডিম, বেসন, ডাল, মুড়ি, চিড়াসহ বিভিন্ন পণ্য ক্রেতারা ন্যায্যমূল্যে ক্র করতে পারবেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। ধামইরহাট ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে চালু করা এ দোকানের তত্ত্বাবধানে আছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, "রমজানে উপজেলার সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া আমাদের সাহায্য করছে উপজেলা প্রাণিসম্পদ অফিসার। পর্যায়ক্রমে ন্যায্যমূল্যের দোকানে আরো বিভিন্ন ধরনের পণ্য বাড়ানো হবে।"

দোকান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী,ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, সাজিদ বিল্লাহ প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/ এমকে



মন্তব্য
জেলার খবর