জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে মার্চে

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৫

দেশের বাজারে চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। শনিবার ( মার্চ) জ্বালানি খনিজসম্পদ বিভাগের জারি করা  প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিক্রয়মূল্য প্রতি লিটার  ডিজেল ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি এক টাকা বাড়িয়ে বর্তমান দাম নির্ধারণ করা হয়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর