এবারের রমজান মাস ঘিরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, সরকার রমজানের গোটা মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।
শনিবার (১ মার্চ) রাজধানী ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রেস সচিব বলেন, গতবছরের রমজানের তুলনায় এ রমজানে বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে, দাম কমেছে। তিনি জানান, রোজার সময় কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের গ্রহণের মাত্রা বেড়ে যায়, বিশেষ করে ভোজ্যতেল, ছোলা, খেজুর। প্রতিটি পণ্যের ক্ষেত্রে সরকারের ফোকাস হচ্ছে কীভাবে দাম সহনীয় পর্যায়ে রাখা যায়। এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ট্যারিফ কমিশন প্রতিনিয়ত কাজ করছে। সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলেও জানান তিনি।
ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে কাজ করা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, আমরা প্রতিদিন মনিটর করছি- কত টন তেল আমদানি হচ্ছে। এতে আমরা মনে করছি, সরবরাহ পরিস্থিতি সামনে আরো ভালো হবে। তিনি বলেন, ইতোমধ্যে খোলা সয়াবিন তেলের দাম একটু কমা শুরু হয়েছে। আশা করছি সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দাম আরেকটু ভালো জায়গায় যাবে। বোতলজাত সয়াবিন তেলের কথা কেউ কেউ বলেছে- বাজার থেকে উধাও হয়ে গেছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে সরবরাহ যাতে ঠিক পর্যায়ে আসে, সবার জন্য যেন পর্যাপ্ত সরবরাহ থাকে।
বিডি২৪অনলাইন/এন/এমকে