আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এ সপ্তাহের প্রথম থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। রমজান মাসজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি দৃশ্যমান হবে।
শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল সরবরাহ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। পরিস্থিতির উন্নতির জন্য কী করা প্রয়োজন, সে সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন তারা।
বিডি২৪অনলাইন/এন/এমকে