ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১ হাজার কো‌টির বেশি টাকা

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৫


ফেব্রুয়ারি মাসে দেশে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে  গড়ে দৈনিক রেমিট্যান্স এসেছে কোটি ডলার। এর আগে  দেশের ইতিহাসে কখনো ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি।

ফেব্রুয়ারি আসা রেমিট্যান্সকে বর্তমান বাজার দর প্রতি ডলার সমান ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়ায়  ৩১ হাজার ৯৪ কোটি টাকা।  রোববার ( মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার। এ আয় গত অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরের সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর