সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৫

দেশের মানুষ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। মরা নির্বাচন নিয়ে আর বিলাপ নয়, বিলাপের দিন শেষ। এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে।

রোববার (০২ মার্চ) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। সেখানে বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।

সিইসি আরও বলেছেন, আমাদের কোনো এজেন্ডা নেই। আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের মানুষের এজেন্ডা। আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন, সেটা আমরা করবো।

সিইসি জানান, একটি বিষয়ে সবাই একমত- সবাই সুষ্ঠু গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন চায় কি না,  ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় প্রশ্নটি করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে সহজ হবে ইসির কাজ।

সিইসি আরও বলেন, ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়। কিন্তু আখেরে নিজের, দলেরদেশের জন্য ভালো হয় না। তাই কেউ কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি, সবার সহযোগিতা চাই।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর