কমলো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৫

দেশে মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।  নতুন দরে আগের চেয়ে দাম কমেছে। বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার ( মার্চ) নতুন মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়,  এলপি গ্যাসের পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়ে। তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৪ পয়সা।

 

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর