একযোগে ২৯ সিভিল সার্জনকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৫

দেশের ২৯ জেলার সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বদলি বা পদায়নকৃত কর্মকর্তারাদের মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

রোববার ( মার্চ) স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের  এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। কী কারণে তাদের ওএসডি করা হয়েছে, সেটা জানা যায়নি।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে কর্মস্থলে মার্চ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

ওএসডির আদেশ পাওয়া সিভিল সার্জনরা হলেন বরিশালের  ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার  ডা. মো. আকুল উদ্দিন, শরিয়তপুরের  ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর ডা. ইফতেখার, পিরোজপুরের ডা. মিজানুর রহমান, কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার  ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জামালপুরের  ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর ডা. এস এম কবির হোসেন, মেহেরপুরের ডা. মো. মহীউদ্দিন, নেত্রকোণার ডা. অনুপম ভট্টাচার্য, টাঙ্গাইলের  ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুগাঁওয়ের ডা. নূর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার  ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের ডা. রুহুল আমিন, গাজীপুরের  মাহমুদা আখতার, কিশোরগঞ্জের  ডা. সাইফুল ইসলাম।

তালিকায় আরও আছেন বরগুনার  ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, নওগাঁর ডা. নজরুল ইসলাম, রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর  ডা. হাসিবুর রহমান, মানিকগঞ্জের ডা. মোকছেদুল মোমিন, লালমনিরহাটের নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের ডা. মনজুর মোর্শেদ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর