ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হলো বাংলাদেশ। সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ১৮তম মিনিটে প্রথম গোলটি করে নেপাল। কর্নার থেকে গোল সূচক শটটি করেন দলটির মিডফিল্ডার সংযোগ রায়। জোরালো শটটি মানিক মোল্লার পায়ের ফাঁক দিয়ে গোলের মধ্যে ঢুকে যায়।
৪২তম মিনিটে আবারও জালে বল জড়ায় নেপাল। রনজিত ধিমালের পাস সংযোগ নিখুঁত টোকায় বাড়িয়ে দেন বিশাল রায়ের উদ্দেশে। সেখানে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল শোধে মরিয়া খেলতে থাকে জামাল ভুঁইয়ারা। একের পর এক আক্রমণ চালায় তারা। ৮৩তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফল হেডে একটি গোল শোধ করেন। পরবর্তী সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের হার নিয়ে ম্যাচ শেষ হয়।