পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বার্ষিক ও রাজস্ব উন্নয়নের নামে অপ্রয়োজনীয় কাজ দেখিয়ে ও মালামাল ক্রয়ের নামে ভুয়া ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ কাজটি করেছেন দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল।
জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক ও রাজস্ব উন্নয়ন কর্মসূচির আওতায় পিআইসি কমিটির মাধ্যমে ২০টি স্ক্রীম, ইজিপি টেন্ডারে তিনটি এবং আরএফকিউ চারটি টেন্ডার করা হয়। আরএফকিউ টেন্ডারের স্ক্রীম হলো- দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয়ে বরাদ্দ ৫ লাখ, উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় বাবদ ৫ লাখ, উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ৫ লাখ ও রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত বাবদ ২ লাখ টাকা বরাদ্দ হয়।
সম্প্রতি সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে কোথায় কোন কাজের চিহ্ন পাওয়া যায়নি। প্রকল্পের বিষয়ে জানেই না প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সম্পাদকসহ প্রধান শিক্ষকরা। শিল্পকলা একাডেমীটি পরিত্যক্ত, ঘরটির জানালাও নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাবটি দীর্ঘ দেড় দুই বছর ধরে খোলা হয় না। সেখানকার সভাপতি ইউএনও অফিসে কর্মরত আজহারুল ও সম্পাদক কমিউনিটি ক্লিনিকে কর্মরত সাজ্জাদ বলেন, কয়েক বছর আগে ইউএনও প্রত্যয় হাসান স্যার বরাদ্দ দিয়েছিল।সেসময় আসবাবপত্র কিনেছি। পরে আর কোন বরাদ্দ পাইনি।
উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অন্যন্যা ট্রেডার্সের প্রোপাইটর দেলোয়ার হোসেন দেলু বলেন,আমাদের লাইসেন্স ব্যবহার করে প্রকৌশলী। তবে মালামাল দেওয়া হয়েছে। আমার সেখানে কমিশন বা কোন লাভ নেই।
তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রাপ্তী ট্রেডার্স এর প্রোপাইটর রফিকুল ইসলাম জানান,ওই কাজের বিষয়ে জানি না। শুনে আপনাকে পরে জানাবো।
উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রকল্পে বরাদ্দ ৫ লাখ।রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত প্রকল্পের বরাদ্দ ২ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়নের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহান ট্রেডার্স। কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে প্রোপাইটর রাসেল, পরে ফোন দিব বলে ফোনটি কেটে দেন।
দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, প্রতিষ্ঠানগুলোতে চুরি হয়েছে। তবে কিছু মালামালা গুদামে আছে। পরিবেশ পরিস্থিতি ভাল হলে অংশীদারকে দিয়ে দিব। অংশীদাররা না জানার বিষয়ে তিনি বলেন, এখনো তাদেরকে জড়ানো হয়নি। তবে নিজেই ঠিকাদারি করার বিষয়টি অস্বীকার করেন তিনি।
বিডি২৪অনলাইন/সি/এমকে