নাটোরের গুরুদাসপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিনের চাকরিচ্যুতি ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) নাজিরপুর বাজারে বিএনপি নেতা ফিরোজ আহমেদের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। তার আগে নাজিরপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, গুরুদাসপুরে কর্মরত থাকাকালীন নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সাথে হাত মিলিয়ে মামলাসহ নানাভাবে তাদের নির্যাতন করেন ওসি আব্দুল মতিন। ওসি মতিন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহম্মেদকে ৮টি মামলা দিয়ে হয়রানি করেন। শুধু তাই না, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও ফিরোজ আহম্মেদকে পরাজিত করতে ভূমিকা রাখেন এ ওসি। এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।
জানা গেছে, ওসি আব্দুল মতিন বর্তমানে ট্যুরিষ্ট পুলিশ পঞ্চগড় জোনে কর্মরত আছেন। তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় এসব বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান আয়ুব আলীও ফোনে সাড়া না দেওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে