নতুন উপদেষ্টা অধ্যাপক আবরার

নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে অধ্যাপক সি আর আবরারকে। বুধবার ( মার্চ) বেলা ১১টায় শপথ নেবেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার ( মার্চ) এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্র্বতীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীস সভাপতি শেখ হাসিনা। এরপর বিলুপ্ত হয় মন্ত্রিসভা, দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে আগস্ট শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর