সুদহার কাঠামো ও মূল্যস্ফীতি সঠিক দিকে আগাচ্ছে। সময়মতো এটা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা চাপ দিলেই সুদহার কমিয়ে দেওয়া হবে না। মূল্যস্ফীতি, ট্রেজারি বিল, ইন্টারেস্ট পলিসি সব রেট কমবে, তখন পলিসি রেট আস্তে আস্তে কমানো হবে, এর আগে না।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানী ঢাকার ইস্কাটনে ব্যাংক খাতের পুনরুদ্ধারের পথযাত্রা শীর্ষক এক আলোচনা সভা হয়। সেখানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর তার বক্তব্যে জানান, আমি চাই পলিসি রেট বাস্তবিক অর্থে ইতিবাচক হতে হবে। একেবারেই না হলে মূল্যস্ফীতি দ্রুত কমবে না। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব জায়গাতে উল্লেখযোগ্য ইতিবাচক নীতি সুদহার আছে। তাই ওইটাতে আনতে হবে। যদিও আমি এখনও ওইখানে যাইনি।
ব্যাংক খাত প্রসঙ্গে গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার কাজ জোরেশোরে চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট আগ্রহী। এ ক্ষেত্রে বিশ্বব্যাপী সেরা ব্যবস্থা বা নীতিমালা খুঁজে পেতে বিশ্বব্যাংকও সহায়তা করছে আমাদের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠনে কাজ করা হচ্ছে। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/ই/এমকে