বিভিন্ন ভাতা বাড়ছে শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৫

এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে। বুধবার ( মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সবাইকে আশ্বাস্ত করেছিলাম সাধ্যমতো বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। কিন্তু ১৫ থেকে ২০ বছরের বঞ্চনা / বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।

 

শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে উল্লেখ করে বিদায়ী উপদেষ্টা বলেন, বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। ভবিষ্যতে / বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর