মন্তব্য
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমনে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনটি জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের ৫৮তম অধিবেশনে উত্থাপন হয়েছে। বুধবার (৫ মার্চ) প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
প্রতিবেদনটি উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান, গত বছর সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের ‘নৃসংভাবে দমন’ করেছে। এতে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।
বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এ প্রতিবেদন এ ক্ষেত্রে ‘বড় ভূমিকা’ রাখবে বলে আশা প্রকাশ করেন ভলকার তুর্ক।
বিডি২৪অনলাইন/এন/এমকে