সারা দেশে ৫ লাখের বেশি নামজারি আবেদন পেন্ডিং

নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৫

দেশের ৬৪ জেলায় লাখের বেশি নামজারি আবেদন পেন্ডিং রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নাগরিকরা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সবচেয়ে বেশি আবেদন পেন্ডিং হয়ে পড়ে আছে ঢাকা বিভাগে। এসব আবেদন ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আগামী ১৩ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে সম্প্রতি সহকারী কমিশনারদের (ভূমি) চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব, নামজারির পেডিং থাকা আবেদনের সংখ্যা মোট   লাখ হাজার ৮৭টি। এর মধ্যে বিভাগ ভিত্তিক ঢাকায় লাখ ৩৪ হাজার ৪৮২টি, খুলনায় ৮২ হাজার ৯১৮, চট্টগ্রামে ৭৮ হাজার ৮০৫, রাজশাহীতে ৬৬ হাজার ৩০০, রংপুরে ৫২ হাজার ৫৮০, ময়মনসিংহে ৩৭ হাজার ৩৮৪, বরিশালে ২৯ হাজার ৪১৮ এবং সিলেটে ২৪ হাজার ২০০টি আবেদন রয়েছে।

এদিকে, সহকারী কমিশনারদের (ভূমি) কাছে এ বিষয়ে পাঠানো চিঠিটিতে বলা হয়েছে, জনবান্ধব ভূমিসেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে ভূমি মন্ত্রণালয়। নিরলসভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। নাগরিকদের নির্বিঘ্নে এবং আরও সহজে ভূমিসেবা দিতে অনলাইন সেবাগুলোর ২য় উন্নততর ভার্সন গত ডিসেম্বর থেকে চালু করা হয়েছে। আপডেটেড ভার্সনটি প্রচলনের আগে   লাখ হাজার ২৫১টি নামজারি আবেদন পেন্ডিং ছিল। সেখান থেকে পেন্ডিংয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে লাখ হাজার ৮৭টি হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগের পেন্ডিং আবেদনগুলো নিষ্পত্তিতে ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। যথাসময়ে নামজারি আবেদন নিষ্পত্তি না হওয়ায়  নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন নাগরিকরা।   অবস্থায় নতুন আবেদন নিষ্পত্তির পাশাপাশি বিশেষ কার্যক্রমের (ক্রাশ প্রোগ্রাম) মাধ্যমে পেন্ডিং নামজারির আবেদন আগামী ১৩ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর