পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফের গুলিতে আলামিন (৪০) নামের এক  বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার কাজীরহাট উত্তর তালমা এলাকার সীমান্ত ভারত রাজগঞ্জের খালপাড়ায় ঘটনা ঘটে। আলামিন হারিভাষা জিন্নাতপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

বাংলাদেশ বর্ড়ার গার্ড (বিজিবি) ভিতরগড় বিওপি থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, চোরাকারবারিরা আগে থেকে ভারতে অবস্থান করছিল। তারকাটা কেটে বাংলাদেশে আসার সময় তাকে গুলি করা হয়েছে। বিএসএফের সাথে কথা হয়েছে। তারা বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে লাশ পাঠানোর কথা জানিয়েছেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর