মন্তব্য
ফুটবল কিংবদন্তী প্রয়াত দিয়াগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে নতুন জার্সি প্রকাশ করেছে আর্জেন্টিনা। এতে ম্যারোডনার ছেবি সেঁটে দেয়া হয়েছে।
পুরোনো সেই নীল-সাদা রঙেই আর্জেন্টিনার জার্সি তৈরি করা হয়েছে। কিন্তু নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পেছনে জার্সি সংখ্যার উপরে ম্যারাডোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি রাখা হয়েছে। জানা গেছে, আসন্ন কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপে এই জার্সি পরেই খেলবে আর্জেন্টিনা।
দুদিন আগে জাপানের অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের খেলায় প্রথমবার এই জার্সি সামনে আসে। সেদিন ম্যারাডোনা ছাড়াও প্রয়াত কোচ আলেহান্দ্রো সাবেয়া ও লিয়োপোল্দো