ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫

দেশে খুন. ধর্ষণ, হত্যা, অপহরণ শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন  হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সোমবার সকালে শহরের  শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে মানববন্ধনটি  হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রঘুনাথ খাঁ, মুনসুর আলী, প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার আহবায়ক কর্ণ বিশ্বাস, জেলা বন পরিবেশ সংরক্ষন কমিটির সভাপতি  আদিত্য মল্লিক, মানবাধিকার কর্মী আব্দুস সামাদ, মাহিদা মিজান, শ্রেয়া, শাহানা, শ্যামল বিশ্বাস আবুল কালাম প্রমুখ।

মানববন্ধন থেকে মাগুরার শিশু আছিয়াসহ ধর্ষণের শিকার সবার ধর্ষণের পর হত্যা করা সমস্ত নারী শিশুর ক্ষতিপূরণসহ পূর্ণবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচদফা দাবি জানানো হয়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে



মন্তব্য
জেলার খবর