মন্তব্য
নারীকে কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ। পুলিশ সদরদপ্তরে স্থাপিত এসব হটলাইন নম্বরে ২৪ ঘণ্টা দেশের যে কোনো জায়গায় থেকে অভিযোগ দেওয়া যাবে। সোমবার (১০ মার্চ) পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
হটলাইন নম্বর হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ চালু রয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে