তরুণীকে ধর্ষণ ও হত্যার পর ক্ষতবিক্ষত লাশ ফেলে দেয় রেল লাইনে

পঞ্চগড় প্রতিনিধি
১০ মার্চ ২০২৫

 

পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে সাজ্জাদ নামে এক যুবক। পরে বেরিয়ে আসে এক তরুণীকে ধর্ষণ ও হত্যা করে সে। একাধিকবার ধর্ষণ করে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় তরুণীকে। পরবর্তীতে ছুরি দিয়ে শরীর ক্ষতবিক্ষত করে রেল লাইনের উপর ফেলে রাখে পালিয়ে যায় সে।

সোমবার (১০ মার্চ)  পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার জানান, গত শনিবার  ভোরে উপজেলার রাধানগর গ্রামের তাহিরুল ইসলামের ইজিবাইক চুরি করে পালানোর সময় ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ (২৩)।এ সময় তার সহযোগী জন পালিয়ে যায়।

সাজ্জাদ বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার মো.আকতার হোসেনের ছেলে। পালিয়ে যাওয়া দুজন হলো- রাণীগঞ্জ এলাকার মো. ফরিদুল ইসলাম ঠাকুরগাঁওয়ের নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম।

পুলিশ সুপার আরও জানান, এ সাজ্জাদ গত ১৩ জানুয়ারি রাতে আটোয়ারী থানার কিসমত এলাকায় ওই তরুণীকে একাধিকবার ধর্ষণের পর হত্যা করে। পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি উদ্ধার করেছে। রিফাত আদালতে ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সুপার জানান, এখনো ওই নারীর পরিচয় মিলেনি। তবে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার এক নারী নিখোঁজ। মামলা সূত্রে স্বজনরা লাশ নিয়ে দাফন করে। ফোনে হত্যার ঘটনা ভিডিও করে রাখে সাজ্জাদ। যারা লাশ দাফন করেছে, তাদেরকে ভিডিও দেখানো হয়েছে। কিন্ত ওই লাশ তাদের স্বজন নয় বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় আটোয়ারী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

বিডি২৪অনলাইন/ সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর