ধারণক্ষমতার প্রায় দ্বিগুন বন্দি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৫

কারাগারগুলোর ধারণক্ষমতা ৪২ হাজার ৮৭৭ বন্দির। সোমবার (১০ মার্চ) পযন্ত ৭০ হাজার ৬৫ জন সারাদেশের কারাগারে বন্দি রয়েছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

সংবাদ সম্মেলনে কারাগারের বিভিন্ন পরিস্থিতির কথা তুলে ধরেন মোতাহের হোসেন। বলেন, এ মুহূর্তে  ডিভিশনপ্রাপ্ত প্রথম শ্রেণির বন্দি আছেন ১৫১ জন। এদের মধ্যে  ৩০ জন সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী;  ৩৮ জন  সাবেক সংসদ সদস্য আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী ৭০ জন এবং অন্যান্য আছেন ১৩ জন। এর বাইরে একটু বিশেষ বন্দি সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদ সদস্য সরকারি কর্মকর্তা এমন ২৪ জন আছেন,  এরা  বিভিন্ন কারণে ডিভিশন পাননি।

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক  বলেন, কথা উঠেছে বেশকিছু বিশেষ বন্দি বাসার খাবার খাচ্ছেন, রাজার হালে আছেন। কিন্তু এটা নিশ্চিত  কারাগারে ন্যায়সঙ্গত আচরণের প্র্যাকটিস হচ্ছে। শুধু বিশেষ বন্দি নয়, যে কোনো বন্দির ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে না। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বাসার খাবার কেউ খেতে পারছেন না। কেউ যদি বলেন বিশেষ বন্দিরা কারাগারে মোবাইলে কথা বলতে পারছেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি, কয়েকটা কারাগার যেগুলো বিশেষ ব্যবস্থাপনায় রেখেছি, ওখানে কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবে না তারা।

কারাগারে বাটন মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ মোবাইল  যেন বাজারে বিক্রি না হয় বা অভিযান চালিয়ে জব্দ করা হয়, সেজন্য  আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।  কারাগারে আনা মোবাইলগুলো খুবই ছোট, পায়ুপথে আনা হয় এগুলো। এটা কখনো বডি স্ক্যানারে ধরা পড়ে না। অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আমাদের, যোগ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর