ঈদ ঘিরে বে‌শি বে‌শি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫

সামনে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসব ঘিরে দোকানপাটে বাড়ছে কেনাকাটা। এদিকে ঈদে পরিবার-পরিজনের বাড়তি খরচের বিষয়টি বিবেচনায় বেশি বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মার্চ মাসের প্রথম দিনে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্স আসার বিষয়টি জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে।

মার্চ মাসের প্রথম দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এটাকে  বর্তমান বাজার দর প্রতি ডলার সমান ১২৩ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় টাকার অংক দাঁড়ায় ১০ হাজার কোটি টাকারও বেশি।  রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত ফেব্রুয়ারি মাসে দেশে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।  এছাড়া চলতি  অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাসে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। রেমিট্যান্সের এ অংক গত অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরে সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর