রোহিঙ্গা সংকটের বড় অগ্রগতি আসতে পারে

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) চারদিনের সফরে  ঢাকায়  আসবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে। এ সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে।

বুধবার (১২ মার্চ) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেস সচিব আরও জানান, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্ব নেতাদের নজরে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন,  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।  ব্রিফিং উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী ফ্রিজ সচিব ফয়েজ আহম্মদ, সহকারী সচিব সুচিস্মিতা তিথি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর