বৃহস্পতিবার এনআইডি সেবা ২ ঘণ্টা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। ফলে  এ ২ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে।

বুধবার (১২ মার্চ) রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার বিষয়টি জানান  ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

মনির হোসেন জানান, এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে সারাদেশে একযোগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন হবে। এ সময় সারা দেশে এনআইডি সেবা বন্ধ থাকবে। এর মধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/ এন/এমকে



মন্তব্য
জেলার খবর