১৫ বছরের নিচের বয়সীরা হজে যেতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫

শিশুদের সুস্থতা নিরাপত্তা বিবেচনায় চলতি বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। সৌদি সরকারের হজ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বুধবার (১২ মার্চ) সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

 

ধর্ম মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা অনুসরণ করতে হবে। ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে বলেও জানানো হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর