১৭০ রানের লক্ষে ব্যাট করছে বাংলাদেশ

৩০ মার্চ ২০২১

দ্বিতীয় ম্যাচেও ভাগ্যকে কাছে পেল না বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে এই সমীকরণকে কাজে লাগিয়ে পেসারদের সুবিধা নিতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ। শুরুটা অবশ্য ভালোই করেছিল তিন পেসার। তবে শেষ মুহুর্তে ড্যারিল মিচেল ও ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিক নিউজিল্যান্ড। ১৭.৫ ওভারে ৫ উইকেটে এ রান করে তারা। 

 

বৃষ্টি আইনে প্রথমে বাংলাদেশকে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ ঠিক করে দেয়া হয়। পরে সেটি সংশোধন করে ১৭০ রান করা হয়। জবাবে ব্যাট করতে নামলে আবারও হানা দেয় বৃষ্টি। ১ ওভার ৩ বলে ১২ রান তুলে ফেলছিল তখন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১০ রান। এর আগে দুর্দান্ত অর্ধশতক হাকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে দিয়ে গেছেন সৌম্য সরকার। মাত্র ২৭ বলে ৫ চার ও তিন ছয়ের মারে এ রান করেন তিনি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ নাইম ৩২ বলে ৩৮ রান ও মাহমুদুল্লাহ ১১ রান নিয়ে ক্রিজে আছেন। 


 


মন্তব্য
জেলার খবর