মডেল মসজিদ নির্মাণে অনিয়ম, প্রতিটিতে ১০ কোটি টাকার দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫

সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, প্রতিটি মসজিদ নির্মাণে ১৭/১৮ কোটি টাকা করে খরচ করা হয়েছে। দুর্নীতি না হলে / কোটি টাকায় করা যেত এ কাজ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এক বিলিয়নের প্রকল্পে  সৌদি আরবের কোনো ফান্ড ছিল না বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ নির্মাণ করে। খরচ হয়েছিল বিলিয়ন ডলার। স্বৈরাচারের সমর্থকরা সৌদির আরবের ফান্ডের কথা বললেও তারা এখানে একটা টাকাও দেয়নি। মসজিদের অনিয়ম  তদন্ত করার জন্য ধর্ম মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর