মন্তব্য
সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, প্রতিটি মসজিদ নির্মাণে ১৭/১৮ কোটি টাকা করে খরচ করা হয়েছে। দুর্নীতি না হলে ৭/৮ কোটি টাকায় করা যেত এ কাজ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এক বিলিয়নের এ প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না বলেও জানান তিনি।
শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ নির্মাণ করে। খরচ হয়েছিল ১ বিলিয়ন ডলার। স্বৈরাচারের সমর্থকরা সৌদির আরবের ফান্ডের কথা বললেও তারা এখানে একটা টাকাও দেয়নি। এ মসজিদের অনিয়ম তদন্ত করার জন্য ধর্ম মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে