দুই মাস বাড়ল সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫

সেনাবাহিনীর ক্যাপ্টেন তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নতুন করে দুই মাস বাড়িয়েছে সরকার। কোস্টগার্ড বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন সিদ্ধান্ত বলবৎ থাকবে।

গত বছর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাসের বেশি সময় পর ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর মাস করে এর মেয়াদ বাড়ানো হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর