৩ মাসেও হাসিনাকে ফেরত চাওয়ার চিঠির জবাব দেয়নি ভারত

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫

চিঠি দেওয়ার প্রায় তিন মাস কেটে গেলেও এখনো শেখ হাসিনাকে ফেরত চাওয়া সংক্রান্ত চিঠিটির জবাব দেয়নি ভারত। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে কূটনৈতিক পত্র দেয় বাংলাদেশ।

এদিকে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপদজ্জনক। বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না।

শেখ হাসিনা প্রত্যাবর্তনে ভারত-বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কি না এবং না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রফিকুল আলম বলেন, এটার বিষয়েও প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জবাব দিয়েছেন। তারপরও আমরা বলছি, ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি আমরা। পরবর্তী কার্যক্রম নিয়ে পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিডি২৪অনলাইন/আরএন/এমকে



মন্তব্য
জেলার খবর