সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫


বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষা সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিষয়টি জানান। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষা সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসাও করেন তিনি।

বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই উল্লেখ করে ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশে গুতেরেস লেন, বাংলাদেশ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের অ্যাজেন্ডা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর