সংস্কারের ব্যাপারে কথা বলেননি জাতিসংঘ মহাসচিব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫

 

সংস্কার অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি। মূলত সংস্কারের জন্য যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বিষয়টি জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।

সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারটা যত দ্রুত করা যায়। মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করার বিষয়গুলো বলেছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই বলেছি  আমরা।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর