আমরা যদি দেশটাকে উন্নত করতে পারি তাহলে আমাদেরও বেতন বাড়বে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো.সাবেত আলী। তিনি বলেছেন, আমরা যে যার দায়িত্ব থেকে যেখানে আছি, আমাদের সেখান থেকে চেষ্টা করতে হবে। যে যে কাজ করি, সেটাকে শ্রদ্ধা করতে হবে।
শনিবার (১৫ মার্চ) বিকালে সেবার মান বৃদ্ধিতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সুষ্ঠু অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পঞ্চগড় পৌরসভার আয়োজনে সরকারি অডিটোরিয়ামে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক আব্দুল কাদের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র দে,হিসাব রক্ষক কর্মকর্তা শাহাদত হোসেন,সেনেটারী ইন্সপেক্টর হুমায়ুন কবির প্রমূখ।
দিনব্যাপী এ কর্মশালায় পৌরসভার সব নিয়মিত-অনিয়মিত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে