মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

রোববার (১৬ মার্চ) রাজধানী ঢাকার ফরেন সাভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানান। উপ-প্রেস সচিব বলেন, পুলিশ সুপার তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার বৈঠকে যোগ দেবেন।

বৈঠকে পুলিশ প্রধান স্বাগত বক্তব্য রাখবেন জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন বৈঠকে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে ,সেটা ও অবহিত করবেন। এছাড়া বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অপরাধ এবং ফ্যাক্ট নিয়ে কথা বলবেন আইজিপি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এর আগে কখনো ধরনের সভা হয়নি বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর