শ্রমিকদের বেতন-ভাতা ২০ রমজানের মধ্যে পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫

আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে,  ঈদের আগে হঠাৎ কোনো কারখানা বন্ধ করা যাবে না। রোববার (১৬ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) বাংলাদেশ কাউন্সিল, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল পিএসআই-এনসিসি ফর বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলন করে। বেতন পরিশোধের পাশাপাশি দেশের সব অর্থনৈতিক অঞ্চল রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিককে একই শ্রম আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ছয় মাসে বেশ কিছু জায়গায় শ্রম অসন্তোষ দেখা গেছে। সব ক্ষেত্রেই ঠিকভাবে মজুরি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন  শ্রমিকেরা। এক জায়গায় অসন্তোষ হলে সেটি ছড়িয়ে যায়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের বেতন-বোনাস দিয়ে দেওয়া উচিত।

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর