টস জিতে ফিল্ডিং বেছে নিল টাইগাররা

৩০ মার্চ ২০২১

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভারে ১০৪ রান করেছে বাংলাদেশ। এ রান করতে ৪ উইকেট খুইয়েছে কিউইরা। ৩০ রানে গেলেন ফিলিস ও ২ রানে মার্ক চ্যাম্পম্যান ক্রিজে আছে। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও সরিফুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। 

 

মঙ্গলবার (৩০ মার্চ) নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়েছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের কোছে ৬৬ রানের বিশাল ব্যবধানে হার সফরকারীরা। আজকের ম্যাচে জিততে পারলে ১-১ এ সমতা আনতে পারবে মাহমুদুল্লাহরা। 


মন্তব্য
জেলার খবর