আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানের একটা নির্বাচন  দেখতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। বলেছেন, এ বিষয়ে আমরাও প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের দ্বিমত নেই। তারা অবাধ, সুষ্ঠু গ্রহণযেগ্য নির্বাচন চায়, যেটা আমাদেরও ওয়াদা।

রোববার (১৬ মার্চ) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। তারা জানতে চেয়েছেন- আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কী আছে। এ ক্ষেত্রে যা যা আমরা করছি, তাদের জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সবকিছু জানিয়েছি।

সিইসি জানান, আগামী মাসে একটা কর্মশালা করবেন তারা। সেখানে সিভিল সোসাইটি থাকবে। পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন তারা।

বর্তমান নির্বাচন কমিশন এ পযন্ত লুকিয়ে ছাপিয়ে কিছু করেননি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।  বলেন, এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের সঙ্গে। এটা দিয়ে কী বুঝায়? আমরা লুকিয়ে ছাপিয়ে কিছু করছি না। যা করছি একান্ত স্বচ্ছতার সঙ্গে। আশা করছি সবার সহযোগিতা নিয়ে করতে পারবো।

অতীতের কথা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে সিইসি বলেন, সবাই যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর