সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে পুলিশকে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৫

পুলিশ সদস্যদের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।

সোমবার (১৭ মার্চ) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেই এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন ১২৭ কর্মকর্তা অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পুলিশ সদস্যদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সহজ করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অনলাইনে মামলার আবেদন গ্রহণের ব্যবস্থা করতে হবে।

ভবিষ্যতের সরকারে আইনের শাসনের সরকার হবে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, ‘ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে, সেটি হবে আইনের শাসনের সরকার। তাই পুলিশকে সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে পুলিশকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করার কথাও বলেন প্রধান উপদেষ্টা।

সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য দেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর