স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে দরকার এক বছর

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫

দেশে স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময় প্রয়োজন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতির কাছেনির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কতিপয় সুপারিশের বিপরীতে নির্বাচন কমিশনের (ইসি) মতামত বা অভিমত প্রেরণ শিরোনামে সংক্রান্ত চিঠিটি পাঠিয়েছেন ইসি সচিব। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এবং লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের সচিবের কাছেও পাঠানো হয়েছে।

ইসি মনে করছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, প্রার্থীকে অযোগ্য ঘোষণার বিধান, মনোনয়নপত্র, নির্বাচনী অপরাধে শাস্তির বিধান, এনআইডির জন্য পৃথক কমিশন গঠন, ইসি আর্থিক স্বাধীনতা, ইসির অপরাধের শাস্তি, ইসির আচরণ বিধি, ইসি সচিবালয় আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলোও হিতে বিপরীত হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর